ম্যাগনেটিক কন্টাক্টর কি? /What magnetic contactor?
১। ম্যাগনেটিক কন্টাক্টর কাকে বলে?
ম্যাগনেটিক কন্টাক্টর আর রিলের কাজ অনেকটা একই হলেও দুইটা কিন্তু সমান ভোল্টেজে ব্যবহার করা যাবেনা । কারন, ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয় হাই পাওয়ার ভোল্টেজে আর রিলে ব্যবহার করা হয় লো পাওয়ার ভোল্টেজে । ম্যাগনেটিক কন্টাক্টর সাধারানত বড়বড় ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে।এক কথাই বলা যায় ম্যাগনেটিক কন্টাক্টর হচ্ছে এক ধরনের কন্টাক্টর যেটা যেকোনো ইলেক্ট্রিক লোডকে চালু এবং বন্ধো করার জন্যা ব্যবহার করা হয়ে থাকে।
২। ম্যাগনেটিক কন্টাক্টর এর কার্যপ্রণালী।
সাধারণত যখন ম্যাগনেটিক কন্টাক্টরে কারেন্ট সরবরাহ দেয়া হয় তখন এটার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং এই ম্যাগনেটিক ফিল্ড মুভিং কোর আর ফিক্সড কোরের মাঝে মুভিং কোরকে আকর্ষণ করা সুরু করে দেয়। ম্যাগনেটিক ফিল্ডের এই আকর্ষণ মুভিং কোরকে এনারজাইসড করতে থাকে, একটা সময় মুভিং কোর আর ফিক্সড কোরের মাঝে শর্ট সার্কিট হয়েযায় এবং কারেন্ট তার পরের স্টেপে চলে যায়।সাপ্লাই এর সুরুতে আরমেচার কয়েলের ভিতরে দেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলেও একটু পরেই কারেন্ট প্রবাহের মাত্রা কমে যায়। একটা পর্যায়ে গিয়ে যখন কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায় তখন কয়েল ডি-এনারজাইসড এ পরিনত হয় এবং কন্টাক্ট ওপেন হয়ে যায়। এভাবে সরবরাহের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে ম্যাগনেটিক কন্টাক্টরের সময় প্রয়োজন হয় মেক্সিমাম দুই থেকে তিন সেকেন্ড ।
৩। ম্যাগনেটিক কন্টাক্টর এর সম্পূর্ণ গঠনপ্রণালী।
ম্যাগনেটিক কন্টাক্টরের গঠনপ্রণালী অন্যান্য ইলেক্ট্রিক্যালডিভাইসের তুলনায় বেশ সহজ, এগুলোর বিস্তারিত নিচে দেয়া হোল,কন্টাক্টর কয়েল: ইনপুটের তিনটা টার্মিনালের মাঝে একটা টার্মিনাল হচ্ছে কন্টাক্টর কয়েল, কন্টাক্টর কয়েলের দুইটা প্রান্ত থাকে যেখানে ইলেক্ট্র-ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় পাওয়ার সাপ্লাই দেয়ার পরে। A1 এবং A2 দিয়ে এই দুইটা প্রান্ত বোঝানো হয়।
মেইন টার্মিনাল : সাধারনত ম্যাগনেটিক কন্টাক্টরের দুই পাশে মেইন টার্মিনাল থাকে। একপাশে ইনপুট টার্মিনাল আর আরেক পাশে অউটপুট টার্মিনাল থাকে। এটার তিনটা ইনপুট টার্মিনাল আর তিনটা অউটপুট টার্মিনাল থাকে। ইনপুট টার্মিনাল তিনটাকে L1,L2,L3 দ্বারা বোঝানো হয় আর অউটপুট টার্মিনাল তিনটাকে T1,T2,T3 দ্বারা বোঝানো হয় । ইলেক্ট্রিক্যাল ওয়ারিং এর সময় আমাদের দেশে ইনপুট টার্মিনাল উপড়ের দিকে আর অউটপুট টার্মিনাল নীচের দিকে সংযোগ করা হয়।
No comments